ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশ চিরকাল ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার অবদানকে মনে রাখবে। মঙ্গলবার রাতে তার মৃত্যুর পরই এক শোকবার্তায় সুষমা স্বরাজের শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘সুষমা বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো।’ দুই দেশের মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে সুষমা স্বরাজের অবদানকে বাংলাদেশ চিরকাল স্মরণ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুষমা স্বরাজ।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
Discussion about this post