ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যার দায়ে ব্রিটিশ বাংলাদেশি নাগরিক জালাল উদ্দীন (৪৭) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনের ওল্ড বেইলি কোর্ট তাকে এই দণ্ড দেন। প্রচলিত আইন অনুসারে, অন্তত ১৯ বছর জেল খাটতে হবে জালালকে। এর আগে, পূর্ব লন্ডনের বাড়িতে স্ত্রী খুন হওয়ার একদিনের মাথায় আটক হন জালাল।
দোষী সাব্যস্ত হওয়ার আগে শুনানিতে জালাল আদালতকে বলেন, দ্বিতীয় স্ত্রী আসমার কাছে তার জুয়া আসক্তির বিষয়টি ধরা পড়ে যায়। এ নিয়ে কথাকাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা করেন তিনি। খুনের আগে আসমার ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ২০০ পাউন্ড তুলে নিয়েছিলেন জালাল।