পটনা নদীর তীরে হাত-পা ছড়িয়ে পড়ে রয়েছে ৷ দেখে মনে হচ্ছে খেলতে খেলতেই যেন পাড়ি দিয়েছে নিরবিচ্ছিন্ন সেই ঘুমের দেশে ৷ যেখানে অসহায়তা নেই, নেই এমন মর্মান্তিক পরিণতি ৷ বিহার বন্যার শিকার ৩ বছরের অর্জুনের সেই নিথর দেহ দেখে বুক ফাটছে ভারত বাসীর ৷ ছবিটি মিরজাপুর জেলার ।
গত বুধবার শীতলপট্টি এলাকার এক মা তাঁর চার সন্তানকে নিয়ে বাগমতী নদী এসেছিলেন ৷ বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা ইত্যাদি ঘরের কাজ সারছিলেন রানি দেবী নামের ওই মহিলা ৷ সে সময় প্রবল ঢেউয়ে ভেসে যায় অর্জুন ৷ অর্জুনকে বাঁচানোর অনেক চেষ্টা করেন রানি ৷ তিন সন্তান নিয়ে ঝাঁপ দেন নদীতে ৷ সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন ৷ কোনমতে রানি দেবী ও তাঁর এক মেয়ে রাধাকে উদ্ধার করা সম্ভব হয় ৷ অর্জুন, রাজা ও জ্যোতি ভেসে যায় নদীতে ৷ এরপর বৃহস্পতিবার অর্জুনের দেহ ভেসে আসে ৷
এখনও পর্যন্ত বন্যায় গোটা বিহারে ৬৭ জনের মৃত্যু হয়েছে ৷ ৪৬.৮৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷
সুত্র: news18 বাংলা
Discussion about this post