ছয় মাস আগে দুটো মেয়েকে লিপিস্টিক দিতে চেয়েছিল প্রতিবেশী মোস্তফা। পাঁচ বছর বয়সী ফারিয়া আর সাড়ে চার বয়সী দোলাকে বাসায় ডেকে নিয়ে যায় সে। সেখানে আগে থেকেই তার মামাতো ভাই আজিজুল বাওয়ানী ছিল। তারা শিশু দুটিকে লিপিস্টিক দিয়ে সাজিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর…। শিশু দুটি তখন চিৎকার করে ওঠে। সেই চিৎকার ঢাকতে সাউন্ডবক্সে গান ছেড়ে দেয় তারা। এতেও চিৎকার শোনা গেলে শব্দ বাড়িয়ে দেয় আরো। কিন্তু চিৎকার আর কান্না থামে না তাদের। নিজেদের অপকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সব শেষে শ্বাসরোধে হত্যা করে তারা মেয়ে দুটোকে।ডেমরার কোনাপাড়ার এই খবরটা আমরা শুনেছিলাম।
লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন একটা কাজ করেন মেয়েটি। অভাবের সংসার। এই করেই লেখাপড়া চালান। শনিবারের এক বিকেলে মাসুদ ব্যাপারী নামে একজন তাকে বলে, সন্ধ্যায় দেখা করতে বলেছে তার স্ত্রী। সরল বিশ্বাসে মেয়েটি বাসায় যায়, ওই সন্ধ্যায়ই। কিন্তু গিয়ে দেখে কেউ নেই বাড়িতে, কেবল মাসুদ ছাড়া। এ সময় ঘরে আটকে রেখে দু দফা শ্লীলতাহানি করার পর শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যার চেষ্টা করে মাসুদ। এক পর্যায়ে ওখান থেকে পালিয়ে বাইরে এসে চিৎকার দেন তিনি। স্থানীয় কয়েকজন নারী উদ্ধার করে তাকে তখন।গত ২৯ জুনে ঘটা শরীয়তপুরের জাজিরা পৌর এলাকার মেয়র ইউনুস ব্যাপারীর ছেলের এই বর্বরতার খবরটা আমরা শুনেছিলাম। এবং জেনেছিলাম।
চাকরিটা বড় প্রয়োজন ছিল মেয়েটির। প্রলোভনও দেখালেন দিনাজপুরের পার্বতীপুরের মেয়র এজেডএম মেনহাজুল হক। তারপর গোপনে কিছু আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছেন তিন বছর ধরে।
লাম্পট্যের এই খবরটাও আমরা শুনেছিলাম,এবং জেনেছিলাম।
পরীক্ষার নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রীদের প্রলুব্ধ করতেন সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম। তারপর নানা বাহানায় শারীরিক সম্পর্ক স্থাপন করতেন তাদের সঙ্গে, ভিডিওও করতেন। সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে…। এক ছাত্রীর মা এর প্রতিবাদ করলে তার মেয়ের ভিডিও দেখিয়ে তাকেও…। এভাবে তিনি অন্তত ২০ জন ছাত্রী… শিক্ষকের আবরণে এই পশুর পশুত্ব আমরা শুনেছিলাম এবং জেনেছিলাম।
নারায়ণগঞ্জ ফতুল্লার মাদ্রাসার অধ্যক্ষ আল-আমিন বলেন, ‘শয়তানের প্ররোচনায় আমি এসব কাজ করেছি। এই অপকর্মের জন্য আমার ফাঁসি হওয়া উচিত।’ অকপট এই স্বীকারোক্তির আগে এই আসল শয়তানটা গত পাঁচ বছরে ১২ জন শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করেছেন। আমরা এই আসল শয়তানের খবরটাও শুনেছিলাম এবং জেনেছিলাম।
স্ত্রী থাকার পরও আরো একটা বিয়ে করেন গুড় ব্যবসায়ী আনু মণ্ডল। তিনটি মেয়ে জন্ম হয় দ্বিতীয় পক্ষে। দু মেয়েকে বিয়ে দেন এক সময়। তৃতীয় মেয়েটার বয়স তখন ১৪। ফাঁকা বাসায় একা পেয়ে প্রথম পক্ষের সন্তান তার এই সৎ বোনকে শ্লীলতাহানি করে। গর্ভবতী হয়ে যায় সে। ঢাকার এক ক্লিনিকে তা থেকে মুক্ত হয়ে মেয়েটা যখন একটু স্থির, তখন স্বয়ং বাবা ওই একই কাজ করে তার সঙ্গে।। গত বছরের আগষ্টে পাবনার চাটমোহরের এই নরপশুর খবরটা আমরা শুনেছিলাম এবং জেনেছিলাম।
সুবর্ণচরের গৃহবধুটি বলেন, ‘ভোট দিতে গিয়েছিলাম আমি। ফেরার সময় রুহুল আমিন আমাকে উত্যক্ত করে। প্রতিবাদ করেছিলাম আমি।’ একটু থামেন ওই গৃহবধুটি। তারপর শুরু করেন, ‘রাত তখন বারোটা। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওই রুহুল আমিন ঢোকেন আমার রুমে। দরজা ভেঙে তার সঙ্গে আরো ১০ জন। তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার স্বামীকে বাঁধে, ছেলেমেয়েকে বাঁধে। ঘরের ভেতর তাদের রেখে আমাকে নিয়ে যায় উঠোনে। আমার নিজের গায়ের কাপড় দিয়ে মুখ বেধে ফেলে আমার। তারপর পালাক্রমে তারা…।’ বাকীটুকু আর বলা হয় না ওই গৃহবধুর। অব্যক্ত কথাগুলো জল হয়ে বেরিয়ে আসে চোখ দিয়ে—টপটপ টপটপ… নোয়াখালীর সুবর্ণচরের গত ভোটের সময়ের এই অমানবিক খবরটা আমরা শুনেছিলাম এবং জেনেছিলাম।
আয়েশার বয়স ২ বছর। ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের বস্তিতে থাকত, বাবা-মায়ের সঙ্গে। সাধনা ঔষধালয়ের সামনের গলিতে প্রতিদিন খেলত সে। এক সন্ধ্যায় বাড়ির পাশের চারতলা একটি ভবনের সামনে রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায় তার। মাত্র ২ বছরের আয়েশা মারা যাওয়ার কিছুক্ষণ আগে আরেকবার মারা গিয়েছিল। কীভাবে গিয়েছিল-তা আমরা শুনেছিলামএবং জেনেছিলাম।
ছাদ দেখতে চেয়েছিল মেয়েটি, সম্ভবত আকাশও। ছয় বছরের মেয়েটিকে তা দেখাতেই ছাদে নিয়ে যায় হারুন অর রশিদ। তারপর ছাদের কাছাকাছি নয়তলার নির্মাণাধীন একটা ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায় ওই ছোট মেয়েটাকে। তারপর… বরাবরের মতো চিৎকার করে ওঠে মেয়েটি। মুখ চেপে ধরা হয় তার। নিস্তেজ হয়ে যায় সে। তারপরও চলে পাশরিক নির্যাতন। শেষে মৃত ভেবে গলায় রশির ফাঁস দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে রান্নাঘরে সিঙ্কের নিচে ঢাকার ওয়ারীতে গত ৫ জুলাই ঘটে যাওয়া এই গা-শিহরিত খবরটা আমরা শুনেছিলাম, এবং জেনেছিলাম।
অতঃপর গত ছয় মাসে ৪৯৬টি শিশু ধর্ষিত হয়েছে অর্থনীতির আকার (জিডিপি) বৃদ্ধি পাওয়া গণতান্ত্রিক আমাদের এই সোনার বাংলায়। সঙ্গে ধর্ষণও। দিনে অন্তত তিনজন শিকার হচ্ছে এই পৈচাশিকতার। অব্যাহত এই শিশু ধর্ষণের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘মনত্বাত্ত্বিকভাবে মানুষ ভোগবাদী। নৈতিকতা, ধর্ম ও আইন এই ভোগবাদকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দেশে নৈতিকতার অধঃপতনের পাশাপাশি আইনেরও কোনো প্রয়োগ নেই। বিচারহীনতার এমন সংস্কৃতিত অপরাধপ্রবণতা বাড়িয়ে দিয়েছে।’
বেড়ে গেছে আরো একটা জিনিস।
সিরীয় বংশোদ্ভুত মার্কিন লেখক ওসামা অ্যালোমার ছোট্ট একটা গল্প লিখেছেন, ‘বই পড়তে পড়তে আমি একটা জ্ঞানের কথা পড়েছি একদিন—অন্যায় দেখে যে মানুষ চুপ করে থাকে, আসলে সে একটা মৌন শয়তান। তারপর আমি ঘরের বাইরে বের হয়ে আসি। দেখি, চারদিকে কেবল মৌন শয়তান আর মৌন শয়তান। মৌন শয়তান বেড়ে গেছে চারপাশে, তাদের ছড়াছড়ি এখন সব জায়গায়।’
আমি নিশ্চিত—অ্যালোমার ওই মৌন শয়তানদের মাঝে অবশ্যই আমাকে দেখেছিলেন। আপনাকে দেখেছিলেন! আমাদের মাথার উপর যারা বসে আছেন, তাদেরকেও! শুধু সঠিক বিচার হচ্ছে না বলে আজ জাতির এতো অধঃপতন……
ফেসবুক থেকে সংগৃহিত পোষ্ট
Discussion about this post