২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ ৬ মাসে সারা দেশে ৩৯৯ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮টি সংবাদ বিশ্লেষণ করে সংস্থাটি এই তথ্য পেয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের পর একজন ছেলে শিশুসহ অন্তত ১৬ জন শিশু মারা গেছে। এর আগে ২০১৮ সালে ৩৫৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি। এর মধ্যে মারা গিয়েছিল ২২ জন এবং আহত হয়েছিল ৩৩৪ জন।
শিশু অধিকার ফোরাম এর হিসেব অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে ১৪টি ছেলে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছিল। যদিও শিশু অধিকার সংগঠনগুলো মনে করে বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি।
গত শুক্রবার রাজধানীর ওয়ারী এলাকায় একটি বহুতল ভবনে নিজ বাসার ওপর তলার ফ্ল্যাটে খেলতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মা। শনিবার ময়নাতদন্ত শেষে চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন।
খবর বিবিসি বাংলার।
Discussion about this post