সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের উদ্যেগে গত শুক্রবার ৫ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী জগদীশ্বরানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরুতীর্থের সকল ভক্ত মন্ডলী, শারজা গীতা সংঘ, শারজা পার্থ সারথী গীতা সংঘ, আল দাহিদ সনাতনী ঐক্য পরিষদ, আবুদধাবি মোছাপ্পা গীতা সংঘ, দুবাই শ্রীকৃষ্ণ লোকনাথ গীতা সংঘ, ফর ফোককান গীতা সংঘ, আল আইন সৎ সঙ্গ, আল আইন লোকনাথ মন্দির, আল আইন লোকনাথ সেবাশ্রম, রসুল খাইমা জ্যোতি লোকনাথ সংঘ, প্রবাসী গীতা সংঘ শ্রী কৃষ্ণ মন্দির (রাস আল খাইমা), রাধা গৌবিন্দ গীতা সংঘ করান, সহ আমিরাতে বসবাসরত সমস্ত ভক্তবৃন্দ। উক্ত অনুষ্ঠানের মধ্যে নিত্য পূজা, গরু পূজা আরতি উপাসনা শ্রী ভগবত গীতা পাঠ বন্দনা ধর্মীয় আলোচনা ভজন কীর্তন হরে কৃষ্ণ নাম মহানাম সংকীর্তন সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়।পরিশেষে বিশ্বশান্তির বাণী পাঠ করা হয়।


























