দুবাই মানিপাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে অধ্যয়নরত অসহায় প্রবাসী বাংলাদেশি মেধাবী ছাত্র মাহিন রহমান’র লেখা-পড়ার খরচের অনুদান দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সমিতি শারজাহ। গতকাল ১২জুন বুধবার দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের সাথে সৌজন্য সাক্ষাত করে তার মাধ্যমে সমিতির পক্ষ থেকে ওই মেধাবী ছাত্র মাহিন রহমানকে অনুদানের ৭ হাজার দিরহামের চেক প্রদান করেন বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, ইসমাইল গনি চৌধুরী, প্রকৌশলী এম এ, মান্নান, শেফালী আক্তার আঁখি বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকগণ।
মাহিন পরিবারের সাথে আমিরাতের ফুজাইরায় বসবাস করেন। জানা যায় মাহিন রহমানের পরিবারের পক্ষ থেকে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের দ্বারস্থ হলে তার প্রচেষ্টায় বাংলাদেশ সমিতি শারজাহ শাখা মাহিনকে অনুদান দেয়ার এই মহতি উদ্যোগ গ্রহণ করে।