ফখরুল ইসলাম ফরহাদ, সৌদি আরব থেকে : সৌদি আরবের মদিনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশী ব্যাবসায়ী মহিউদ্দিন ভূঁইয়া (৫১)। গত রবিবার রাত আনুমানিক ১১টায় মহিউদ্দিন ভূঁইয়া সড়ক দূর্ঘটনায় আহত হন। মূমূর্ষ অবস্থা পুলিশ তাকে উদ্ধার করে মদিনার আল দার হাসপাতালে ভর্তি করলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আই সি ইউ) তে রাখা হয়। এ অবস্থায় প্রায় ১২ ঘন্টা থাকার পর পরেরদিন সকাল ১১:১০ ঘটিকায় তিনি মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহিউদ্দিন ভূঁইয়া ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিজকুন্দ্রা গ্রামের মৃত শাহ আলম ভূঁইয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বর্তমানে বারিধারা ডিও এইচ এস এ থাকতেন। তিনি স্ত্রী ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। মহিউদ্দিন ভূঁইয়া ব্যাবসায়িক কাজে সৌদিআরব সফর করছিলেন তিনি রিক্রুটিং এজেন্সির ব্যাবসা করতেন।

























