ছাগলনাইয়া প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকালে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি পদে দৈনিক ফেনীর সময় ও ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল এবং সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক স্বদেশপত্র প্রতিনিধি মো: নজরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
২৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম (দৈনিক আমাদের সময়/ষ্টার লাইন ), সহ-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিয়াউল হক রুবেল (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম/ দৈনিক ভোরের পাতা), অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন (সিএনএম), তথ্য ও গবেষণা সম্পাদক মো: এনায়েত উল্যাহ সোহেল (সমসাময়িক), প্রচার সম্পাদক শওকত চৌধুরী (বিচিত্র খবর/আলোকিত ছাগলনাইয়া), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কপিল উদ্দিন মজুমদার (কলকণ্ঠ), ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান (দৈনিক সরেজমিন), কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তফা (দৈনিক মানবজমিন/দুর্বার), মুহাম্মদ আবুল হাসান (দৈনিক নয়া দিগন্ত /অজেয় বাংলা), এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব/প্রতিক্রিয়া), কবির আহম্মদ ছিদ্দিকী (দৈনিক সংগ্রাম), জিয়া হায়দার স্বপন (মাসিক হায়দার), সৈয়দ কামাল উদ্দিন (এশিয়ান টিভি), নিজাম উদ্দিন মজুমদার (মোহনা টিভি), মো: রফিক উদ্দিন (সাপ্তাহিক ফেনীর গৌরব), মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া (আজকের সূর্যোদয়/ বিচিত্র খবর ডট কম), মো: মাজহারুল ইসলাম ভূঁইয়া (নবকিরণ), সদস্য আলাউদ্দিন ভূইয়া (দৈনিক আমাদের অর্থনীতি/সুপ্রভাত), আরিফ মোহাম্মদ মোদাচ্ছের হোসেন (নিউজ বিএনএ ), আবু তৈয়ব টিপু (আলোকিত ছাগলনাইয়া / মোহনা সংবাদ), আমিনুল ইসলাম চৌধুরী (দেশ সমাচার/ ফেনীর সমাচার), যতীন্দ্র সূত্রধর (নওরোজ), কাজী মহিব উল্যাহ (প্রতিক্রিয়া)।
Discussion about this post