মডেল কন্যাদের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরীর প্রচলন অনেক আগে থেকেই । সাড়ম্বর আয়োজনের মাধ্যমে এসব মডেল খুঁজে বের করা হয়। চূড়ান্ত প্রতিযোগীতায় স্থান পাওয়া সুন্দরীদের আলাদাভাবে ছবি তোলা হয়। সেই ছবি স্থান পায় ক্যালেন্ডারের পাতায় পাতায়।
এবার বাংলাদেশেও নির্বাচিত মডেলকন্যাদের নিয়ে তৈরি হবে ক্যালেন্ডার। তাই চলছে ‘ক্যালেন্ডার গার্লস’ প্রতিযোগিতা। দেশীয় আঙ্গিকে দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এর আয়োজন করতে যাচ্ছে এসিআই গ্রুপ। আয়োজনে মিডিয়া কমিউনিকেশনসের দায়িত্বে থাকা কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘বাঙাালি সংস্কৃতির সঙ্গে যায়, এমনভাবে মেয়েদের উপস্থাপন করা হবে ক্যালেন্ডারে। ইতোমধ্যে মডেল নির্বাচিত করতে প্রতিযোগিতা শুরু হয়েছে।’
তিনি জানান, আগ্রহী প্রতিযোগীরা প্রাথমিকভাবে তাদের সেরা ছবিগুলো এসিআই স্যান্ডাল সোপ-এর ফেসবুক এবং ইন্সটাগ্রাম পেজে জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে ভোটিংয়ের মাধ্যমে বাছাই করা হবে। এরপর চূড়ান্ত ছয় মডেল নির্বাচিত করা হবে। মাহবুব আলম আরও জানান, ক্যালেন্ডারের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মডেল হিসেবেও দেখা যাবে নির্বাচিত এইসব সুন্দরীকে।
এতে অংশগ্রহণের শেষ তারিখ ১৮ নভেম্বর। আবেদন করতে www.facebook.com/acisandalsoap এই পেজে নির্দেশনা পাওয়া যাবে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post