সেলিব্রেটিবিডি:
অভিনয়-মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন নামী-দামী ব্রান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন পিয়া জান্নাতুল। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার সঙ্গে। আর এর মাধ্যমে ক্রিকেট তারকা তাসকিন আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন তিনি।
কারণ এর আগে অ্যাপেক্স ফুটওয়ারের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন পিয়া-তাসকিন। এবার মোটর সাইকেল ব্র্যান্ড ইয়ামাহার শুভেচ্ছাদূত হিসেবে একসঙ্গে দেখা যাবে তাদের। আগে থেকেই এ ব্রান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তাসকিন। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন পিয়াও।
মঙ্গলবার ইয়ামাহা আয়োজিত একটি স্টেজ পারফর্মেন্সে তাসকিনের সঙ্গে অংশ নেন পিয়া জান্নাতুল। এই পারফরম্যান্সে পিয়া দুর্ধর্ষ লেডি বাইকার হিসেবে আবির্ভূত হন।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post