হাসান রাশেদ:
‘লাগ ভেলকি’ শিরোনামে জাকিয়া সুলতানা কর্ণিয়ার এবার আরো একটি গান মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকে হুহু করে বাড়ছে ভিউয়ার সংখ্যা।
একলা একাকী ভেবে ভেবে ক্লান্ত/ মনের গভীরে অভিযোগ আজ শান্ত/ দু’ চোখ চেয়েছে অনেক ছিলো বন্ধি/ এবার সরে যাবার সময় হলো হয়তো/ শত বাঁধা পেরিয়ে জেনেছি হারিয়ে বদলে যাওয়ার মন্ত্র কি?/ লাগ ভেলকি/ লাগ ভেলকি- কথার তালে তালে পারফর্ম কলেছেন কর্ণিয়া।
গানটি প্রসঙ্গে কর্ণিয়া বলেন, আমি আশা করছি গানটি আমার অন্য গানগুলোর মতো দর্শকপ্রিয়তা পাবে। গানটিতে সহযোগিতা করার জন্য সেতু চৌধুরী, তানভির খান, জুয়েল মোর্শেদ ফরহাদ আহমেদ, প্রিতেন্দু দাস প্রিতুসহ আরটিভি মিউজিকের পুরো সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০১২ সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পান জাকিয়া সুলতানা কর্ণিয়া। সেই প্রতিযোগিতায় হন যৌথভাবে প্রথম রানার আপ দুইজনের একজন। বিজয়ী হবার পর তিনি টিভি লাইভ, স্টেজ শো ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কর্ণিয়া প্লেব্যাক এর পাশাপাশি বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করেছেন।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post