সেলিব্রেটিবিডি:
মেয়ের মা হতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন আকাঙ্খার কথা জানান তিনি।
সেখানে লুইপা লিখেন, আর খুব বেশি দিন নেই। মনে মনে একটা কন্যার আশা করি। কিন্তু আমিও যে মায়ের কন্যা সে মায়ের সমস্ত ভোগান্তি তার তিন কন্যা নিয়েই। মেয়েদের সমস্ত আবদার পুরনে তার কোনদিনও কোন কমতি হয় নি। তবুও আমরা তিন মেয়ে যেকোন বিপদে তাকেই ঢাল হিসেবে সবার সামনে ধরি। মা ছেলের মত করেই আমাদের মানুষ করেছে।
তিনি আরো লিখেন, এজন্যই হয়ত আমার নিজের শ্বাশুড়ি ও আমাকে তার ছেলেই ভাবেন। নিজের ছেলের চেয়ে আমার কথাই বেশি শোনেন বেশি মানেন। হয়ত আমার পক্ষ থেকে তাকে সন্মান করতে অনেক ক্ষেত্রে কমতি হয়, কিন্তু তিনি আমার সাথে এমন যেন তিনি না বরং আমিই তার শ্বাশুড়ি।
লুইপা বলেন, মেয়ে হিসেবে যথেষ্ট মর্যাদা আমি আমার মা, বাবা, শ্বশুর, শ্বাশুড়ি, স্বামী এবং বিশ্ববাসীর কাছে পেয়েছি। আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়ের মা হয়ে আমার মায়ের হয়েছে যত বিড়ম্বনা। কেউ তামাশার ছলে যখন বলবেন “মেয়ের মা”, বলার আগে একবার ভেবে নিবেন। অনেক উত্তর নিজেই পেয়ে যাবেন। পরিশেষে বলব, আমি মেয়ের মা হতে চাই।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post