ডিজিটাল ব্যাংকিং সুরক্ষা আরও শক্তিশালী করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের সব ব্যাংক ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ধাপে ধাপে এসএমএস ও ইমেইলের মাধ্যমে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো বন্ধ করে দেবে।
নতুন নিয়ম কী বলছে?
আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক সব লেনদেনে এখন থেকে ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে প্রমাণীকরণ (Authentication) করতে হবে।
অ্যাপভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা:
আগামী দিনে ওটিপি আর এসএমএস বা ইমেইলের মাধ্যমে আসবে না। বরং ব্যাংকের স্মার্ট অ্যাপেই ওটিপি জেনারেট হবে, যা অনেক বেশি নিরাপদ।
পুরনো পদ্ধতির অবসান:
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এসএমএস ও ইমেইলে ওটিপি পাঠানো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
ব্যাংকের বক্তব্য:
একজন ব্যাংক কর্মকর্তা বলেন –
“কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী, ওটিপি এখন থেকে শুধুমাত্র অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। গ্রাহকরা সহজেই নিজেদের ব্যাংকের অ্যাপে ‘Authentication via App’ ফিচারটি ব্যবহার করতে পারবেন।”
পরিবর্তনের কারণ কী?
এসএমএস বা ইমেইলের মাধ্যমে ওটিপি পাঠানোর ক্ষেত্রে সিম-স্ব্যাপিং, ফিশিং ইত্যাদি ঝুঁকি বেশি থাকে। তাই গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপভিত্তিক পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে।
পর্যায়ক্রমে পরিবর্তন হবে:
প্রথমে কিছু গ্রাহকের জন্য এসএমএস ও ইমেইল চালু থাকবে। কিন্তু আগামী ৮ মাসের মধ্যে সবাইকে নতুন পদ্ধতিতে যেতে হবে।
আপনার করণীয়:
-
এখনই নিজের ব্যাংকের অ্যাপ আপডেট করুন
-
অ্যাপে লগইন করে নতুন ‘Authentication via App’ ফিচার চালু করুন
-
ওটিপির জন্য আর এসএমএস বা ইমেইলের অপেক্ষা করবেন না
এটি আমিরাত সরকারের ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ — যাতে করে অনলাইন লেনদেন আরও নিরাপদ ও সহজ হয়
Discussion about this post