চিটাগাং রেস্তোরাঁ নামে বাংলা খাবারের একটি রেস্তোরাঁ প্রশাসনিকভাবে বন্ধ করে দিয়েছে আবুধাবি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। আবুধাবিতে খাদ্য নিরাপত্তা আইন একাধিকবার লঙ্ঘনের অভিযোগে নেয়া হয়েছে কঠোর সিদ্ধান্ত। রেস্তোরাঁটি মদিনাত যায়েদ সানাইয়া, আল ধাফরা অঞ্চলে অবস্থিত। প্রতিষ্ঠানটি আবুধাবি আমিরাতের খাদ্য নিরাপত্তা আইন নং (২) /২০০৮ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁর কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল। পূর্ব সতর্কতা ও নির্দেশনার পরও প্রতিষ্ঠানটি নিয়ম মেনে চলেনি। খবর খালিজ টাইমসের।
এর আগে ১২ মে আরও একটি বাংলা খাবারের রেস্তোরাঁ উচ্চ-ঝুঁকিপূর্ণ খাদ্য প্রস্তুত ও পরিবেশনের কারণে বন্ধ করে দেয়া হয়। চিটাগাং রেস্টুরেন্ট বন্ধ হওয়ার মাত্র চার দিন আগে, আল দানা অঞ্চলের জায়কা গ্রিল অ্যান্ড রেস্তোরাঁ একই কারণে বন্ধ করে দেয়া হয়। এছাড়া ১৩ মে তারিখে পাঁচটি রেস্তোরাঁ ও একটি সুপারমার্কেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে রয়েছে: পাক রবি রেস্তোরাঁ, লাহোর গার্ডেন গ্রিল রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়া, রাক ফিউচার ক্যাফেটেরিয়া, রিচ অ্যান্ড ফ্রেশ সুপারমার্কেট, সলটি দেশি দরবার রেস্তোরাঁ, আল মাক্কাম কর্নার রেস্তোরাঁ।
আবুধাবির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, খাদ্য নিরাপত্তা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং জনস্বার্থে নিয়মিতভাবে সতর্কতা ও শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা থাকলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে, এই বার্তা স্পষ্টভাবে দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।
Discussion about this post