গেজেট প্রকাশের পরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ এক বৈঠকে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার জারি করা হবে বলেও জানানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার জারি করা হবে বলেও জানানো হয়েছে।
ওই সিদ্ধান্তের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে সিইসি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবেই হোক পাবো তো। ওইটা পাওয়ার পরে কালকে (সোমবার) বসে আমরা একটা সিদ্ধান্ত নিব।’আগামীকাল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক রয়েছে জানিয়ে সিইসি বলেছেন, ‘আমি তো এককভাবে সিদ্ধান্ত নেই না। আমরা সবাই একত্রে বসে একটা সিদ্ধান্ত নিব। কালকে যদি এসও হয়ে যায়, তো কালকেই আমরা বসে সিদ্ধান্ত নিয়ে নিব।’
এর আগে, শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।
সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
Discussion about this post