বিদেশে বাংলাদেশের মোট ৮০টি মিশনকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রবাসীদের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ (ইউএস) ডলার, আর সর্বনিম্ন ফি ১০ ডলার। কাজগুলোকে ৩ ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।গত ২৭ ফেব্রুয়ারি দেওয়া প্রস্তাব অনুমোদনের কথা গত ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরন ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট ৯টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ–১) করা হয়েছে।
গ্রুপ–১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবার ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবার ৬৫ ডলার নেবে।সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ–৫) করা হয়েছে। গ্রুপ–৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ১৫ ডলার নেবেচীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক ও অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ৬ষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ–৬) করা হয়েছে। গ্রুপ–৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবার ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবার ৩০ ডলার নেবে।আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিসরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ–৭) করা হয়েছে। গ্রুপ–৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ১৫ ডলার নেবে।
সকল গ্রুপের সকল মিশন ৬ষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে ৫ ডলার করে নেবে। এ ছাড়া, বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে ২ ডলার করে।সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সকল গ্রুপের সকল ফি যুক্তরাষ্ট্রের ডলারে ধার্য করা হয়েছে। এই ফি যুক্তরাষ্ট্রের ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় গ্রহণ করা যাবে।
Discussion about this post