মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু


মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।
Discussion about this post