পবিত্র রমজান মাসে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের বাতাসে কফি ও ঐতিহ্যবাহী নানা ধরনের মসলার সুগ্রাণ ছড়িয়ে পড়ে।
পবিত্র এই মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার ওমরাহ পালনকারী ও মুসল্লিরা ইফতার করতে জড়ো হন। তাদের কাছে এই কফি কেবল একটি পানীয়ের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ জানায়, রমজান মাসে ইফতারে প্রতিদিন মসজিদ প্রাঙ্গণজুড়ে ১২ হাজার প্যাকেট খাবারের সঙ্গে ৪০০ লিটার অ্যারাবিক কফি পরিবেশন করা হচ্ছে।
ঐতিহ্যগতভাবে খেজুরের সঙ্গে ছোট কাপে পরিবেশিত এই কফি ইফতারের টেবিলে মুসল্লিদের প্রিয় পানীয়তে পরিণত হয়েছে।
ইউনিফর্ম পড়া ৭৩ জন তরুণ সৌদি স্বেচ্ছাসেবকের একটি দল খাবার ও কফি বিতরণের করে থাকেন।
আল হুদাইবিয়া অ্যাসোসিয়েশন ফর হিউম্যানিটেরিয়ান সার্ভিসেসের নেতৃত্বে এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে।
Discussion about this post