গৃহকর্মী সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী কমেছে। নিয়োগের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে গৃহকর্মীর এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে গৃহকর্মীদের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৮০ হাজার ৯৩০ জন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এ সংখ্যা ছিল ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন।
সংশ্লিষ্টরা জানান, বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা, উপসাগরীয় অন্যান্য দেশে চাহিদা বৃদ্ধি হওয়ায় কুয়েতে গৃহকর্মী সংকট বাড়ছে।
কুয়েতের গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান, শ্রমিকদের আগমনের আগে ফি আরোপের বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি এশীয় দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে। এছাড়া কিছু গৃহকর্মী ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে কুয়েতি পরিবারগুলো গৃহকর্মীদের ওপর নির্ভরশীল হতে পারছে না।
এই কর্মকর্তার মতে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকদের ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে। ওই সব দেশ থেকে শ্রমিকরা আরও ভালো কাজের প্রস্তাব পাচ্ছেন এবং কাজের শর্ত দ্বারা আকৃষ্ট হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, নিয়োগ নীতি বা আন্তর্জাতিক চুক্তিতে পরিবর্তন না আনলে কুয়েতে গৃহকর্মীর ঘাটতি অব্যাহত থাকতে পারে।
Discussion about this post