সৌদি আরবে অসুস্থতাজনিত ছুটির ভুয়া রিপোর্ট জমা দিলে এক বছরের জেল এবং এক লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা) জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ মঙ্গলবার মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতাজনিত ছুটির ভুয়া রিপোর্টের প্রচার চালাতে দেখা যায়। সৌদি সরকার জনগণকে এ ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু সেহহাটি প্ল্যাটফর্মের মাধ্যমে অসুস্থতাজনিত ছুটির রিপোর্ট জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে রিপোর্ট জমা দিলে তা অবৈধ বলে বিবেচিত হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অপব্যবহার রোধ করার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে রোগীদের স্বাস্থ্য রেকর্ডের সঙ্গে মেডিকেল ছুটির রিপোর্টের ক্রস-চেক করা যায়। এই পদক্ষেপের লক্ষ্য হলো জালিয়াতি শনাক্ত করা।
সতর্কবার্তা দিয়ে সৌদি সরকার জানায়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই চিকিৎসকরা অসুস্থতার ছুটির জন্য অনুমোদন দিলে তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে।
Discussion about this post