আলহামদুলিল্লাহ । তিনি আমাদেরকে অফুরন্ত দান করে থাকেন । আর তাই যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন ।
দরুদ ও সালাম নাজিল হোক মহানবী সাঃ, তাঁর পরিবার রাঃ, সাহাবীগণ রাঃ, তাবেঈনগণ রাঃ সহ মুসলিম জাতির উপর ।
সাধ্যানুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো । শোন এবং আনুগত্য প্রকাশ করো । নিজেদের কল্যাণের জন্য ব্যয় করো । যে ব্যক্তি অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত, সেই সফলকাম ।”
সূরা আত্ তাগাবুন ১৬
বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হতে পারে ফরজ ইবাদত পালনের মাধ্যমে ।
বলেছেন বিশ্বনবী সাঃ ।
ছহীহুল বোখারি ৬৫০২
আল্লাহপাক সম্পদের উপর যাকাত ফরজ করেছেন । এটা ইসলামের অন্যতম রোকন । পবিত্র কুরআনে নামাজের আয়াতের পাশাপাশি ২৭টি স্থানে যাকাতের কথা বর্ণিত হয়েছে ।
*** হে নবী সাঃ ! তাদের সম্পদ থেকে যাকাত নিন । যা দ্বারা তাদেরকে আত্মশুদ্ধি ও পবিত্র করা হয় ।”
সূরা আত তাওবা ১০৩
*** আল্লাহ বলেন “ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো ।”
সূরা আল বাক্বারা ১১০
*** প্রিয় রসুল সাঃ বলেছেন “ তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ গ্রহণ করে থাকে । তার অন্যতম একটি শ্রেণী হলো যাকাত প্রদানকারী।”
সুনানে আবু দাউদ ১৫৮২
আল্লাহ বলেন “ তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে সব যাকাত প্রদান করে থাকো তা বহু গুণে লাভ করবে ।”
সূরা আর রোম ৩৯
মহানবী সাঃ বলেছেন আল্লাহর কসম ! সাদাকা করলে সম্পদ কমেনা ।”
সুনানে তিরমিজি ২৪৮৭
কেয়ামতের দিন উত্তম আমলকারী ব্যক্তি তা লাভ করবে ।”
সূরা আল ইমরান ৩০
তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যু আসার আগেই । অন্যথায় সে বলবে ইয়া রব ! যদি আপনি আমাকে অবকাশ দিতেন আমি দান সাদাকা করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম !!”
সূরা আল মোনাফিকুন ১০
ইহসান করো । যেমনটি আল্লাহ তোমার উপর ইহসান করেছেন ।
সূরা আল ক্বসস ৭৭
কারো কাছে ৮৫ গ্রাম স্বর্ণ বা তার সমমান ( বর্তমান বাজার দর অনুযায়ী ) ৩০ হাজার দিরহাম ১ বছর পর্যন্ত জমা থাকলে ২.৫ যাকাত আদায় করতে হবে ।
সংযুক্ত আরব আমিরাত সরকার ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত গ্রহণ করতঃ দেশের অভ্যন্তরে এবং বাইরে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করার গুরু দায়িত্ব পালন করে থাকেন । সুতরাং আপনারা সরকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান চ্যারিটি ও আউক্বাফের সংশ্লিষ্ট বিভাগে যাকাত প্রদান করতে পারেন ।
ইয়া আল্লাহ ! আমাদেরকে যাকাত প্রদানে হেদায়াত দান করুন । গরীবদের হক্ব আদায়ে তাওফিক দান করুন ।
আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দিন । তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post