রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা।
অপরদিকে, রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)।
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে বালুর মাঠ থেকে আমরা নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। শরীরের গণপিটুনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জনতা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করেছে। তবে কে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন এ বিষয়ে এখনো তথ্য মিলেনি।
আর উত্তরার ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি শামিম আহমেদ বলেন, আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের মধ্যে বকুলের বাসা ভাষানটেকে এবং নাজিমের বাসা বাড্ডায়। তবে তারা ছিনতাইকারী কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Discussion about this post