ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে। এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছায়।
বাহিনী দুটির মহাপরিচালক (ডিজি) পর্যায়ের এ সীমান্ত বৈঠক হবে। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আমলে দুই দেশের মধ্যে এটাই প্রথম সীমান্ত সম্মেলন। এবারের অনুষ্ঠিতব্য বৈঠকটি ৫৫তম সীমান্ত সম্মেলন।
Discussion about this post