প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জাতিসংঘের প্রতিবেদনকে ‘গণহত্যার দলিল’ আখ্যা দিয়ে বলেন, এতে ‘খুনি ও মাস্টারমাইন্ডদের পরিচয় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে।’
নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘গণহত্যার জন্য দায়ীদের বিচার সময়ের দাবি।’ পাশাপাশি, তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক পরিদর্শনের প্রসঙ্গ টেনে লেখেন, ‘ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর জাতির সামনে নির্মম দমন-পীড়নের প্রতীক হয়ে থাকবে।’
এছাড়া, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর উল্লেখ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
Discussion about this post