লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাব্বির হোসেন নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
Discussion about this post