গাজীপুরকে যারা সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত করেছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটি ডেভিলও যেন বাদ না যায়।” শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এজন্য তারা দেশ থেকে ২৬০ বিলিয়ন ডলার পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ, এই দেশের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। আমরা এই জায়গা থেকে পুলিশকে সহযোগিতা করতে চাই। তবে এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে বা অপরাধীদের সহজেই জামিন দিয়ে দেবে।”
তিনি বলেন, “সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নেই। এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই। এই মোজাম্মেল হচ্ছে গণহত্যাকারী।”
Discussion about this post