ব্রাহ্মণবাড়িয়া জেলার এক নারীর স্বামী ও ৪ ভাই প্রবাসী। সবাই ব্যাংকের মাধ্যমে তাঁর কাছে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠান। ২০২৪ সালে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) রেমিট্যান্স উৎসবে আয়োজিত লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন। এর বদৌলতে তিনি মেগা পুরস্কার হিসেবে সোনার হার ও এক জোড়া কানের দুল জিতেছেন। ওই নারীর নাম বীথি আক্তার। তিনি জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।
রোববার (২ ফেব্রুয়ারি) কৃষি ব্যাংকের বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে বীথি আক্তারের হাতে পুরস্কার তুলে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
Discussion about this post