রবিবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রিপরিষদ ইকুইনা আকিকো এ বার্তা জানান।
অন্তর্বর্তী সরকারকে ফের সমর্থন করে তিনি বলেন, ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন।
বাংলাদেশের সঙ্গে জাপান সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সব সময় সমর্থন দিয়ে এসেছে।
প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘এটি একটি নতুন বাংলাদেশ এবং আমাদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এটি খুবই উপযুক্ত সময়।’
তিনি আরো বলেন, ‘জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে।
দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি প্রধান উপদেষ্টাকে আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
এ ছাড়া তিনি আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ওসাকা এক্সপো-২০২৫-এ অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। এক্সপো আয়োজনকারীরা ১১ মে বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে জানিয়ে জাপানি উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য অনুপ্রেরণাদায়ক হবে।
Discussion about this post