গত এক সপ্তাহে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে ৫৬ লাখ মুসল্লির আগমন ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে, গত সাত দিনে মুসল্লিদের মধ্যে ৩৫০ টন জমজমের পানি ও ১ লাখ ৬৭ হাজার ৩৮২ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে মুসল্লিদের মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হচ্ছে। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।
সৌদি সরকার জানায়, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুশৃঙ্খলভাবে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।
মসজিদে নববী মহানবী (সা.)-এর মসজিদ, যেখানে তিনি নিজ হাতে ইবাদতের স্থান তৈরি করেছিলেন। এ মসজিদে তার রওজা মোবারকও অবস্থিত, যা বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য গভীর আবেগের স্থান।
ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।
Discussion about this post