দীর্ঘ ১৬ বছর পর ‘চ্যানেল ওয়ান’ আপিল দায়েরের অনুমতি পেয়েছে।
আজ বৃহস্পতিবার এই অনুমতি দেন চেম্বার জজ। এই আদেশের ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এ গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন।
এরপরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়।
চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারো মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ বছর ১৬ বছর পর আবারো চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে- এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যাবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।
তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছিল। আজ আদালত ন্যায়বিচার করেছেন।
চ্যানেল ওয়ানের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জেষ্ঠ্য আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ ও অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ।
Discussion about this post