কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া (৪) নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেয়া সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তিনি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নিদের্শ দেন।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বিকেলে জেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলা করছিল মিফতাহুল মাওয়া নামের চার বছরের এক শিশু। তাকে পুকুরের পানিতে ফেলে দেন শিক্ষক শাহজাহান। একই দিন সন্ধ্যার পর এ ঘটনার ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর সমালোচনার ঝড় উঠে। ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়ার মা সামছুন নাহার তানিয়া বুড়িচং থানায় একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন। আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদিপ্রবাসী নজির আহমেদের মেয়ে।
Discussion about this post