প্রকাশিত তালিকায় ৫৪ নম্বরে গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী মো. রায়হানের তথ্য রয়েছে। সেখানে ‘ছাত্র’ এবং পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেওয়া হয়েছে এই শিক্ষার্থীর।
মো. রায়হানের চাচা মোফাজল হোসেন রাসেল সাংবাদিকদের বলেন, ‘ভাতিজা কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না।
রায়হানের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার ছেলে কখনোই ছাত্রদলের রাজনীতি করেনি। সে ঢাকায় ছাত্রশিবিরের মেসে থাকত।
এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদলের শহীদদের তালিকার ৫৪তম শহীদ রায়হান বাড্ডা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সাথি প্রার্থী। বৈঠাখালী উপশাখা সভাপতি ছিল রায়হান।’
দলটির পক্ষ থেকে এই বিষয়ে ছাত্রদলকে জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, জানানো হয়নি।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তালিকা নিয়ে আমাদের একটি কমিটি ফের কাজ করছে।’
Discussion about this post