ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপের জন্য দলে ফেরার এবং ‘সেলেসাও’-কে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে সাফল্য এনে দেওয়া।
নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। সান্তোস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইতে তার উজ্জ্বল ক্যারিয়ার ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। তবে আল-হিলালে তিনি নিজের সেরা ফর্ম ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের চোটের কারণে তার ‘জোগা বনিতো’-র জাদু উপভোগ করতে পারেননি ভক্তরা। সম্প্রতি হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর পুনরুদ্ধারের পথে আছেন তিনি।
নেইমারের বর্তমান ক্লাব আল-হিলালের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাবে যোগ দিতে পারেন। সান্তোসে ফিরে যাওয়া কিংবা মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা রয়েছে। বার্সেলোনার ‘এমএসএন’ জুটি আবারও জড়ো হলে ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে।
তবে ক্লাব ফুটবলের পাশাপাশি নেইমারের নজর এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। তিনি চান ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সাফল্য এনে দিতে। তিনি বলেন, ‘বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’
Discussion about this post