রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ঘটনায় কাউকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, ‘ব্যক্তি হিসেবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন।
কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন। নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন, আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
Discussion about this post