বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারো স্থগিত করা হয়েছে।
রাজশাহীর সারদায় আগামী ২৪ নভেম্বর এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
একইসাথে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদের এই সমাপনী কুচকাওয়াজ।
পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার এনামুল হক সাগর বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসআইদের সমাপনী কুচকাওয়াজ। সেটিও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’
শিগগিরই নতুন তারিখ জানানো হবে বলে জানান তিনি।
সহকারী পুলিশ সুপারদের এই কুচকাওয়াজ এর আগে আরেকবার গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
এরপর এই ২৪ নভেম্বর নতুন দিন নির্ধারণ করা হয়। এখন আবার এই অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।
Discussion about this post