বুধবার (৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটিতে এ ঘটনা ঘটে। বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র।
শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কুয়েতে নিয়ে যাওয়া হবে।
বিমানবন্দরের সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই এর দরজা ভেঙে যায়।
উড়োজাহাজের সঙ্গে বোর্ডিং ব্রিজের গ্যাপ থাকে। কিন্তু এই উড়োজাহাজের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল বিধায় দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
কুয়েত এয়ারওয়েজ সূত্র জানিয়েছে, ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ।
Discussion about this post