প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটার ভেতর পর্যন্ত ২৫টি বসতি অঞ্চলের প্রায় ২ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন এই কায়দায় সতর্কবার্তা পাঠিয়ে গাজা ও লেবাননসহ প্রতিবেশি দেশগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার একই পদ্ধতি ব্যবহার করছে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি।
গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা। গত সপ্তাহে উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।
এদিকে ইসরায়েল জানিয়েছে গত ৪৮ ঘণ্টায় তাদের অন্তত ১০ সেনা নিহত হয়েছে।
Discussion about this post