বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ব্যাপারে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। পদত্যাগ করার আগ পর্যন্তগেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।
জাতীয় দলের সঙ্গেও মাঝেমধ্যে কাজ করেছেন সুজন। টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করতে দেখা গেছে তাকে। গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে অন্যান্য সেক্টরের মতো বিসিবিতেও পদত্যাগের মিছিল চলছে। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা।
Discussion about this post