প্রবাসীদের হয়রানি রোধে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
শনিবার (৬ জুলাই) সিলেট জিন্দাবাজার রিচমন্ড হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে হয়ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ এর অধীনে ‘এনআরবি রেমিট্যান্স, বিনিয়োগ ও আইনি সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, প্রবাসী কল্যাণ ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। প্রতিটি বিভাগ ও জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও অনুরূপ সেল গঠন করা হবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও অবদান রাখছেন। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে চারজন বাংলাদেশির এমপি হওয়ার বিষয়টি আমাদের জন্য গৌরবের।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের যেমন অবদান আছে, তেমনি সমস্যাও রয়েছে। নিজেদের পরিবারের মধ্যে, ব্যবসায়িক পার্টনারের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এটা লাঘবের জন্য শক্তিশালী করা হবে প্রবাসী কল্যাণ সেলকে।
Discussion about this post