পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা।
সোমবার (২ জুলাই) সংস্থাটি তাদের এক মতামতে এ কথা বলেছে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সংস্থাটি বলছে, ইমরান খানকে মুক্তি দেওয়াই হবে এর যথাযথ প্রতিকার। আন্তর্জাতিক আইন অনুসারে তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। তার বিরুদ্ধে ও তার দলের বিরুদ্ধে যে আইনি সমস্যা দেখানো হয়েছে, তা মূলত বড় আকারের এক দমন পীড়ন কর্মসূচির অংশ।
জাতিসংঘের সংস্থার ওই প্রতিবেদনে ইমরান খানের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা করে আটকের নিন্দা করার পরে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নিয়ে মুখ খুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানকে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে বলেছে।
Discussion about this post