বেআইনি প্রবেশ করায় ভারতের জিআরপি পুলিশের হাতে ১১ বাংলাদেশিকে আটক হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তারা আটক হয়। তাদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে।
শনিবার (২৯ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, আটক বাংলাদেশিরা ট্রেনে করে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, কলকাতা ও ওড়িশাসহ বিভিন্ন শহরে ভ্রমণের উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বেআইনি প্রবেশ করায় ভারতের জিআরপি পুলিশ তাদের ধরে ফেলে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন- সুজন রানা, আজিজুল শাইক, মো. লিমন, নার্গিস আক্তার, ইউসুফ আলী, সহিদুল ইসলাম, নিপা মণ্ডল, আখে বেগম, অমি আক্তার, সজিব আলী ও আসমা বিশ্বাস।
ভারতের এএনআই কর্মকর্তা তাপস দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post