জাসেদুল ইসলাম, আরব আমিরাত :
জায়েদ খান বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে দর্শকদের নিকট যতটুকু না জনপ্রিয় তার চেয়ে বেশি আলোচিত বা সমালোচিত তার বিভিন্ন সময়ে দেয়া বিতর্কিত কিংবা মজার বক্তব্য ও নানান উদ্ভট কর্মকান্ডে। এসব কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন তিনি। নিজেও সেটা প্রচুর উপভোগ করেন। অনুষ্ঠানের মঞ্চে ডিগবাজি দিতে গিয়ে তার নামই হয়ে গেল ডিগবাজি জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় এই ডিগবাজি নিয়ে প্রচুর ট্রল হলেও সেসব পাত্তা দেননা এই অভিনেতা। সম্প্রতি জানা গেল বহুল আলোচিত এই অভিনেতার ছোটবেলার ডাক নাম ছিল “মনু”।
সম্প্রতি জায়েদ খান আরব আমিরাতে এসেছেন, দেশটির দুবাই ও আজমানের মঞ্চে ককটেল ফাঠাবেন বলে। বাংলা কার্নিভাল উৎসব নামের এক কনসার্ট অনুষ্ঠানে আজ যোগ দেওয়ার কথা রয়েছে তার। তার বহুল আলোচিত ডিগবাজি দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
জায়েদ খান ছয় দিনের সফরে আমিরাতে এসে উঠেছেন এক বিলাসবহুল ভিলায় যার ভাড়া প্রতি রাতের ভাড়া ছয় হাজার দিরহাম যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকার কাছাকাছি।
আমিরাত সংবাদের সাথে এক সাক্ষাতকারে জায়েদ খানের নিকট জানতে চাওয়া হল,
এখনও কেউ আপনাকে মনু ডাক দিলে শুনতে কেমন লাগে?
উত্তরে তিনি বলেন, এই নামটির মধ্যে আমার ছোটবেলার স্মৃতি জড়িত রয়েছে। আমার অনেক ভাল লাগে এই ডাকটি শুনতে। এটি বরিশালের কমন নাম। পরিবারে সবাই ছোটদেরকে আদর করে মনু বা বাবু বলে সম্বোধন করে।
তিনি বলেন, আমি পরিবারে সবার ও বংশের ছোট ছেলে। তাই সবাই আদর করে ডাকতো মনু। আমার জন্ম পিরোজপুরে সেখানে খেলার মাঠে গেলে সবাই মনু বলে ডাকতো। কিন্তু এই নামটি স্কুল কলেজে আসেনি। সেখানে আসল নাম ‘জহুরুল’ হক হিসেবেই চিনত সবাই। এদিকে পরিবারের সদস্যরা নিক-নাম হিসেবে ‘জয়’ বলে ডাকতেন। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ‘জয়’ নামেই ডাকা হতো।
কিন্তু পিরোজপুরের মানুষ জয় মানতে রাজি না। এখনো মনু ডাকে, ক্রিকেট খেলতে গেলে বলে মনু আউট হয়েছে। ফুটবল খেলতে নামলে বলে মনু মাঠে নামতেছে। এই যে ‘মনু’ ‘মনু’ শব্দ এই নামটি মনুর মধ্যে রয়েছে গেছে। এখনো যখন গ্রামে যাই, বড়রা এখনো মনুই বলে। সবার সেই মনু এখনো যেন বড় হয়নি। মুরুব্বিরা বলেন, আমরা মনু নামেই ডাকবো, অন্য নামে আমরা ডাকতে পারব না।
জায়েদ বলেন, এই নামটি যখন অনেক দিন পর কেউ বলে ভিতর থেকে সেই শৈশবের স্মৃতি ফিরে আসে। তখন শৈশবে ফিরে যাই। এই মনু নামের মাঝে আমি আমার হারানো মধুর শৈশবকে খুজে ফিরি।
Discussion about this post