আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলের প্রধান দুর্নীতির দায়ে সাজা পাচ্ছেন। শেখ হাসিনার দয়ায় সাজা স্থগিত হয়ে বাসায় চিকিৎসার সুবিধা পাচ্ছেন। আটজনকে পাশ কাটিয়ে নবম ব্যক্তি হিসেবে মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করেছিলেন খালেদা জিয়া। টিআইবি এবং সুজন বিএনপির মির্জা ফখরুল এবং গয়েশ্বরের সুরে কথা বলে। তারা কি বিএনপির বি টিম?
মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেনজীর এবং আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা। চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির।
Discussion about this post