পবিত্র কাবা শরীফে নাম না জানা ৮ ফুট উচ্চতার এক হাজির ওমরাহ পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে অনেকে তাকে শুভকামনা জানাচ্ছেন।
অস্বাভাবিক লম্বা এই হাজির পরিচয় জানা না গেলেও শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে, তিনি আফ্রিকার কোনো একটি দেশের নাগরিক হবেন।
সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তিনি বিশ্বের অন্যতম লম্বা একজন ব্যক্তি। ভিডিওতে ঐ ব্যক্তিকে কাবা শরীফ তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাদি সম্পন্ন করতে দেখা গেছে।
মক্কা মুনাওয়ারায় তাকে নিয়ে যে অন্যান্য মুসল্লিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে। অনেকেই তার ভিডিও ফেসবুক, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে নেটিজেনরা ঐ হাজিকে শুভকামনা জানান।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি রমজানে মসজিদে নববিতে প্রতিদিন গড়ে ১০ লাখ করে মানুষ নামাজ আদায় করছেন। এছাড়া শুধু প্রথম ১০ রমজানেই জমজম কূপের প্রায় দুই লাখ বোতল পানি বিতরণ করা হয়েছে। ইফতার করানো হয়েছে ৩০ লাখ রোজাদারকে। মুসলমানদের এই ঢলের মধ্যেও উন্নতমানের সেবা দিচ্ছে সৌদি সরকার।
ما شاء الله لا قوة إلا بالله
أطول معتمر
نسأل الله له الخير والقبول
pic.twitter.com/7K4IPVem5p— منوعات🎴 سامر (@sameralia46) March 29, 2024
জানা গেছে, পবিত্র রমজান মাসে সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসল্লি ওমরাহ হজ করতে মক্কায় যান। আগ্রহী সব মানুষ যেন ওমরাহ করতে পারেন সে ব্যবস্থা করেছে সৌদির সরকার। এর অংশ হিসেবে সৌদিতে প্রবেশ অনেক সহজ করে দেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে যারা পর্যটন ভিসা নিয়ে যান তারাও চাইলে ওমরাহ করতে পারেন।
জেআই/
Discussion about this post