দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি অবদান রাখে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে প্রবাসে যাওয়ার হার বেড়েছে। গত এক বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে ২.১৭ জন।
নারীদের তুলনায় পুরুষরা সবচেয়ে বেশি বিদেশ যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠিানে এ তথ্য জানানো হয়।
বিবিএস প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ২০২৩ সালে বিদেশে যাওয়া অথবা আন্তর্জাতিক অভিগমনের হার ৮.৭৮ জন। যা ২০২২ সালে ছিল ৬.৬১ জন। এর মধ্যে ২০২৩ সালে পুরুষদের বিদেশ যাওয়ার হার ১৬.৩৯ জন এবং ২০২২ সালে ১২.১৭ জন। অন্যদিকে, নারীদের বিদেশে যাওয়ার হার ২০২৩ সালে ১.৪৪ জন, যা ২০২২ সালে ছিল ১.১৮ জন। এছাড়া, ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগমনের হার কমেছে ০.৬০ জনে। ২০২৩ সালে বাংলাদেশে পুরুষদের আগমনের হার ৪.৩৬ জন, যা ২০২২ সালে ছিল ৫.৫৫ জন। অন্যদিকে, বাংলাদেশে আগমনে নারীর হার ২০২২ সালের তুলনায় বাড়েনি আবার কমেওনি। বাংলাদেশে নারীর আগমনের হার ০.৪৬ জন।
বিবিএস জানায়, এক বছরের তুলনায় প্রবাসে যাওয়ার প্রবণতা বেড়েছে ২.১৭ জন। বিদেশে যাওয়ার এই হার ২০২১ সালে ছিল ৩.০৪ জন, ২০২০ সালে ছিল ১.৫৯ জন এবং ২০১৯ সালে ছিল ২.৯৪ জন। ২০১৯ সালের পর থেকে কোভিডকালীন কমলেও এরপর প্রবাসে যাওয়ার হার প্রতি বছরেই বেড়েছে।
জেআই/
Discussion about this post