টাঙ্গাইলে লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. মোস্তফা মিয়া (৪০) এবং এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বুধবার (২৪ জানুয়ারি) ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, বিকেলে ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা সাগরদীঘি যাওয়ার সময় পেছন থেকে একটি লেগুনা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত ও চারজন আহত হন।
জেআই/
Discussion about this post