অস্ট্রেলিয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবানল। তীব্র দাবানলের বিরুদ্ধে লড়াই করেও কোন প্রতিকূল পাচ্ছে না দেশটির পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য।
স্থানীয় কর্তৃপক্ষ রবিবার (১৫ জানুয়ারি) জানায়, পরিস্থিতি মোকাবিলায় ২৪০ জন অগ্নিনির্বাপণ কর্মী চেষ্টা চালাচ্ছেন।
দেশটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, রাজ্যের বনাঞ্চলে ২৫টিরও বেশি জায়গা জ্বলছে এবং এগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। শনিবারের হিসাবে, আগুন এক হাজার ৩০ একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া পার্থ থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে গ্রামীণ অঞ্চল জিনজিন ও চিটারিং সবচেয়ে বেশি দাবানলের ঝুঁকিতে রয়েছে। সেখানে বসবাসরত বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতেও দেশটির আবহাওয়া দপ্তরের কোনো ইতিবাচক খবর নেই। তারা জানিয়েছে, চলতি মাসেই রাজ্যের তাপমাত্রা রেকর্ড ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে। যা শহরের গড় জানুয়ারির তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি বেশি।
এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুমে দেশটিতে দাবানলে ৩৩ জন নিহত হন। এ সময় দাবানলে তুরস্কের ভূখণ্ডের সমান অঞ্চল পুড়ে যায়।
সূত্র : রয়টার্স
জেআই/খবরের কাগজ/
Discussion about this post