প্রবাসীদের ভিসার তথ্য পরিবর্তনে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। কুয়েতের স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতের জনশক্তি মন্ত্রণালয়ের পাবলিক অথরিটির বরাত দিয়ে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের জন্য কাজের ভিসা সংক্রান্ত নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে নাম, জন্ম তারিখ এবং জাতীয়তার মতো ব্যক্তিগত তথ্য সংশোধনে নিষেধাজ্ঞা ঘোষণা রয়েছে। নতুন নিয়মে মালিকরা এ ধরনের পরিবর্তন চাইছেন, তাদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত তথ্য সংশোধন করতে জন্য নিয়োগকর্তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার দুই সপ্তাহের মধ্যে সাহেল অ্যাপের পরিষেবার মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে ডাটাবেসে কর্মীদের তথ্য আপডেট করতে এবং একটি নতুন ভিসার জন্য আবেদন করতে তাদের অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে।
এ উদ্যোগ জনশক্তি মন্ত্রণালয়ের পাবলিক অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার ফল বলেও জানানো হয় প্রতিবেদনে।
জানা গেছে, কুয়েত যেসব দেশে থেকে কাজের জন্য কর্মী নিয়োগ নিষিদ্ধ ও স্থগিত করা হয়েছে সেসব দেশের কর্মী প্রবেশে সতর্কতা ও প্রতারণামূলক কার্যকলাপ রোধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
DHAKA POST
Discussion about this post