মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসীকে আটক করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে দেশটির চেরাসের তামান কনটের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ইমিগ্রেশন বিভাগ।
মালয় মেইলের খবর অনুযায়ী, আটক অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৬ এবং ফিলিপাইনের দু’জন অভিবাসী রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিনের বরাত দিয়ে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৩ নারীও রয়েছেন।
চলতি বছরের প্রথম ছয় মাসে ১ লাখ ৭৮ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় গেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৬ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।
Discussion about this post